ডিপিএল কারখানা বাঁচানোর জন্য ডিপিএল-এর এমডি থেকে সাধারণ কর্মী সকলেই আর্জি জানালেন বিধানসভার বিদ্যুৎ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কাছে। শুধু কারখানা কর্তৃপক্ষ বা শ্রমিকরাই নন দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে ডান-বাম সব রাজনৈতিক দলের নেতা কর্মীরাও বুধবার ডিপিএল-এর কোকওভেন প্ল্যান্ট সহ গোটা কারখানা বাঁচানোর আর্জি জানান স্ট্যান্ডিং কমিটির কাছে। মঙ্গল ও বুধবার দু’দিন ধরে ডিপিএল কারখানায় বিধানসভার বিদ্যুৎ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও বিধায়ক সুখবিলাস শর্ম্মার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি কারখানা পরিদর্শন ও বিভিন্ন বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করছেন। বুধবার আগত প্রতিনিধিরা সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের বক্তব্য লিখিতভবে দিতে বলেন।

সূত্র মারফৎ জানা গেছে ডিপিএল-এর এমডি কারখানা বাঁচানোর জন্য কমিটির সদস্যদের বিভিন্ন পরামর্শ দেন, পাশাপাশি শ্রমিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও ডিপিএল-এর বাস্তব চিত্র তুলে ধরে ডিপিএল বাঁচানোর আর্জি জানান।

স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা দুর্গাপুর পূর্ব কেন্দ্রর বিধায়ক সন্তোষ দেবরায় বর্ধমান ডট কমকে বলেন, ‘বিধানসভায় রিপোর্ট জমা দেওয়ার আগে ৫ এপ্রিল আমরা একটি বৈঠকে মিলিত হব। তারপর চূড়ান্ত রিপোর্ট তৈরি করে বিধানসভায় জমা দেওয়া হবে।’

Like Us On Facebook