ডিপিএল থেকে উড়ে আসা ছাইয়ে অতিষ্ঠ পিয়ালা গ্রামের মানুষ। স্থানীয় মানুষজনের অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের, বারংবার কাউন্সিলর সহ ডিপিএল কারখানা কতৃপক্ষকে জানিয়েও মিলছে না সুরাহা। এবার ভুক্তভোগী মানুষজন ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর মানস রায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন। সমস্যার দ্রুত সমাধান না হলে ভোট বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, যে হারে গোটা এলাকা জুড়ে ডিপিএলের ধোঁয়া এবং ছাই উড়ছে তাতে ঘর বাড়ি নোংরা হচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে পরিবারের সদস্যারা। এলাকার সমস্ত গাছের পাতায় কালো ছাইয়ের আস্তরণ পড়েছে। স্থানীয়দের দাবি, পুনর্বাসন দিতে হবে, না হলে এলাকায় দূষিত ছাই যাতে না উড়ে আসে সেই ব্যবস্থা করতে হবে। এলাকাবাসী অভিযোগ মেনে নিয়ে স্থানীয় কাউন্সিলার মানস রায় জানান, স্থানীয়দের অভিযোগ ঠিক। ডিপিএলের বিষাক্ত ছাই এলাকায় পড়ছে এবং সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে।