জেলা জুড়ে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। পথ দুর্ঘটনা রোধে বুধবার জেলাশসক অনুরাগ শ্রীবাস্তবের নেতৃত্বে পথ নিরাপত্তা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল কনফারেন্স হলে। জেলাশাসক ছাড়াও এদিনের বেঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (পরিবহণ), বর্ধমানের মহকুমাশসকরা, জাতীয় সড়কের প্রোজেক্ট ডিরেক্টর, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পরিবহণ আধিকারিক সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা। এছাড়াও বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশন এবং মোটর ট্রেনিং স্কুলগুলির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনা রোধে এবং পথ নিরাপত্তায় এদিনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখযোগ্য পদক্ষেপগুলি হল, মহকুমা স্তরে পথ নিরাপত্তা নিয়ে কর্মশালার আয়োজন করা, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও মোটর ট্রেনিং স্কুলগুলির সহায়তায় পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া, পরিবহন কর্মীদের সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলিতভাবে সচেতনটা বৃদ্ধির জন শিবির করা, জাতীয় সড়ক এবং বাস রুটে টোটো চলাচল নিয়ন্ত্রণ করা, পথ দুর্ঘটনায় আহতদের নিয়ে এলে হাসপাতাল ও নার্সিং হোম কর্তৃপক্ষকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

Like Us On Facebook