রবিবার ফের দাঁতাল হাতি বাঁকুড়া থেকে ঢুকে পড়ল দুর্গাপুরে। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বীরভানপুর গ্রামে আজ সন্ধ্যায় প্রথমে হাতিটিকে দেখা যায়। তারপর রাজ্য সরকারের ইন্ডাস্ট্রি প্লটে ঢুকে পড়ে দাঁতাল হাতিটি। স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফের হাতি ঢুকে পড়ার খবর চাউর হতেই হাতি দর্শনে মানুষের ঢল নামে। বীরভানপুর হয়ে হাতিটি দাপিয়ে বেড়ায় ডিপিএল এলাকায়।

স্থানীয় ও বনদফতর সূত্রের খবর, গতকালের মতই দামোদর নদ পেরিয়ে বাঁকুড়া থেকে দুর্গাপুরে ঢুকে পড়ে হাতিটি। ঘটনাস্থলে রয়েছে কোকওভেন থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা। হাতিটিকে বাঁকুড়ায় ফেরানোর চেষ্টা চালাচ্ছেন বন দফতরের কর্মীরা। তবে হাতিটির পিছনে স্থানীয় মানুষের দৌড়াদৌড়িতে হাতিটিও এদিক-ওদিক ছুটতে থাকায় বনদফতরের কর্মীরা হাতিটিকে সঠিক পথে বাঁকুড়া ফেরাতে সমস্যায় পড়েন।

Like Us On Facebook