দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম সিম্বল ডিপিএলের কোকওভেন প্ল্যান্টের সুউচ্চ গ্যাসহোল্ডারটি সোমবার ভেঙে ফেলা হল। শিল্পাঞ্চল দুর্গাপুরের ডিপিএল কারখানা গড়ার সময়ের তৈরি হয় এই গ্যাস হোল্ডারটি। ১৯৬১ সালের ৬ সেপ্টেম্বর  তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সময়ে তৈরি হয়েছিল ডিপিএল।

ইন্ড্রাস্ট্রিয়াল বোর্ডের সময়েই ৫৮ টি কোক ওভেনের ১ এবং ২ নং ব্যাটারি গড়ে ওঠে। তারপর ১৯৬৩ সালে গড়ে ওঠে ৩ এবং ৪ নং ব্যাটারি। তারপরে গড়ে ওঠে ৫ নং ব্যাটারি। নিজেদের স্পান পাইপের ফ্যাক্টরিও ছিল বর্ধমানে প্রায় ৫ একর জমির উপর। নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট ওয়ার্কসও আছে দুর্গাপুরে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৯৬০ সালে গড়ে ওঠে ১ নং ইউনিট। সেই বছরেরই ১৩ জুন চালু হয় দ্বিতীয় ইউনিট।দুটি ইউনিটেরই বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল ৩০ মেগাওয়াট করে। তারপর ১৯৬৪ সালের ২৩ এপ্রিল, ১৯ জুন এবং ৪ মে ৭৫ মেগাওয়াট করে উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩, ৪ ও ৫ নং ইউনিট শুরু হয়। কোকওভেন প্ল্যান্টে কয়লা থেকে ল্যাম কোক, হার্ড কোক, কোল গ্যাস উৎপাদন হত। ২০১৫ সালের জুন মাসে বন্ধ হয়ে যায় প্ল্যান্টটি। ডিপিএলের উদ্বৃত্ত জমি বিক্রি করে আয় করে রুগ্ন ডিপিএলকে বাঁচানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী প্রায় দু’শো একর জায়গা জুড়ে থাকা কোকওভেন প্ল্যান্টে কাটিং শুরু হয় গত আগস্টে।

Like Us On Facebook