যাত্রীবাহী চলন্ত বাসেই গলার নলি কেটে কিশোরীকে খুন, ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ধৃত অভিযুক্ত, প্রেমে বাধা পেয়েই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কুমোরপুর এলাকায়। মৃত কিশোরীর বাড়ি কাটোয়ার হরিপুর খাস পাড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চলন্ত বাসে অন্যান্য যাত্রীরা কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর গলার নলি কেটে দিয়ে বাস থেকে নেমে পালায় অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম ইজাজুল হক ওরফে বাবু সেখ। অভিযুক্তেরও বাড়ি কাটোয়া হরিপুর পূর্ব পাড়ায়। মৃত কিশোরী অভিযুক্তের পূর্ব পরিচিত। প্রণয়ঘটিত কারণেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃত কিশোরী কাটোয়া ডিডিসি গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। দু’দিন আগে কেতুগ্রামের আন্না গ্রামে মাসির বাড়িতে বেড়াতে এসেছিল। এদিন মাসি শম্পা বিবি ও পাঁচ বছরের ভাইয়ের সাথে কাঁদরা থেকে বাসে চেপে বাড়ি ফিরছিল সে। কুমোরপুর বাস স্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে যেতেই একটি ইটভাটার সামনে ওই বাসে ওঠে অভিযুক্ত ইজাজুল সেখ। বাসের প্রথম গেটের পর দ্বিতীয় সিটে জানালার ধারে বসেছিল কিশোরী। পাশেই ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন তার মাসি। অভিযোগ, তাঁর সামনেই ছুরি বের করে কিশোরীর গলায় একাধিকবার কোঁপ মারে যুবক। এরপরই সে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেতুগ্রাম থানার পুলিশ। হামলাকারীর সন্ধানে শুরু হয় তল্লাশি।ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে আদালতে পেশ করা হবে।