চিরাচরিত রাখির মাঝেই সোমবার রাখি বন্ধন উৎসবে পৃথক পৃথকভাবে পরিবেশ বান্ধব রাখি পড়ানো হল যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং বর্ধমান সদর প্যায়ারা নিউট্রেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। এদিন ধান, পাট, কাঠের পুঁতি সহ কৃষিজ ফসলের বীজ দিয়ে তৈরি পরিবেশ বান্ধব রাখি পড়ানো হল পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন উৎসবে।
সোমবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও বর্ধমান-২ ব্লক এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আলিশা বাসস্ট্যান্ডে আয়োজন করা হলো রাখি বন্ধন উপলক্ষে সংস্কৃতি দিবস। অনুষ্ঠান শুরু করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে। এদিন পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন বাস চালক ও টোটো চালকদের এবং ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে যারা রয়েছেন তাঁদেরকেও রাখি পড়ানো হয়। উপস্থিত ছিলেন বর্ধমান-২ বিডিও দিব্যজ্যোতি দাস, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী কোঙার, সহ-সভাপতি দেবদ্বীপ রায়, বর্ধমান-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার প্রমুখ।
অন্যদিকে, এদিন বর্ধমান সদর প্যায়ারা নিউট্রেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পুষ্টি বিজ্ঞানের ছাত্রছাত্রীদের হাতে তৈরী বিভিন্ন শাকসব্জীর বীজ দিয়ে তৈরী রাখি পড়ানো হল পথ চলতি মানুষের হাতে। কুমড়ো, ঢ্যাঁড়শ, পুন্কো শাক, নটে শাক, উচ্ছে প্রভৃতি ফসলের বীজ দিয়ে তৈরী করা হয়েছে এই রাখি। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানিয়েছেন, তাঁরা এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে সামাজিক বন্ধন তৈরী করতে চাইছেন। এই রাখির বীজ যেখানে পড়বে সেখানেই তৈরী হবে বিভিন্ন শাকসব্জীর গাছ। যা সাধারণ মানুষের উপকারে লাগবে। চলতি সময়ে অগ্নিমূল্য বাজারে কিছুটা হলেও সাশ্রয় হবে। তিনি জানিয়েছেন, এই রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে তাঁরা আবেদন জানিয়েছেন, বন্ধ হোক খুন, বন্ধ হোক ধর্ষণ, মানুষে মানুষে রচিত হোক মানবতার বন্ধন। উল্লেখ্য, এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি এলাকায় এলাকায় পালিত হয় রাখি বন্ধন উৎসব। কার্জন গেটে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন বিধায়ক খোকন দাস।