জেলাশাসক বদলের পর এবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিনারেটের কমিশনার পদেও বদল হল। নতুন পুলিশ কমিশনার হলেন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার সুধীর কুমার নীলকান্তম। সুধীর কুমার নীলকান্তম পশ্চিম বর্ধমান জেলার পুলিশ কমিশনার অজয় ঠাকুরের স্থলাভিসিক্ত হলেন। অজয় ঠাকুরকে ব্যরাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট কমিশনার করা হয়েছে।
গতকালই পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসককে বদলি করা হয়। জেলাশাসক বিভু গোয়েলের জায়গায় নতুন জেলাশাসক করা হয়েছে এস অরুণ প্রসাদকে। তিনি বর্তমানে দুর্গাপুরে জিএসটি স্পেশাল কমিশনার পদে কর্মরত। এর আগে তিনি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদের সিইও ছিলেন। অপরদিকে, বিভু গোয়েলকে কলকাতার কেইআইআইপি ডিরেকটর পদে বদলি করা হয়েছে।
Like Us On Facebook