দুর্গাপুরের সনাকা কোভিড হাসপাতাল থেকে বৃহস্পতিবার তিন করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। দু’জন পূর্ব বর্ধমানের বাসিন্দা। একজন পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা। আসানসোলের ৪৯ বছর বয়স্কা মহিলাকে গত ২১ এপ্রিল করোনা পজেটিভ রিপোর্ট নিয়ে ভর্তি করা হয় এই হাসপাতালে। জানা গেছে, সনাকা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় তিনজনই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর দু’দফায় করোনা টেস্টে তিন রোগীর করোনা নেগেটিভ রিপোর্ট আসে। জানা গেছে, সনাকা কোভিড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বৃহস্পতিবার তিনজন রোগীকে ছুটি দিয়ে দেন। পূর্ব বর্ধমানের দুই ও পশ্চিম বর্ধমানের এক করোনা আক্রান্ত বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফেরায় পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মানুষ।

জানা গেছে, সনাকা কোভিড হাসপাতালে এই মুহূর্তে আর কোন করোনা আক্রান্ত রোগী নেই। দুর্গাপুরে এখনও পর্যন্ত কোন করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। আসানসোলেও গত পনেরো দিনে নতুন কোন করোনা আক্রান্তের খবর নেই। স্বাভাবিকভাবেই পূর্ব বর্ধমানের সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানেও স্বস্তি ফিরল মানুষের মনে। পশ্চিম বর্ধমানও অরেঞ্জ জোন থেকে ধীরে ধীরে গ্রীন জোনের দিকে এগিয়ে চলেছে। সনাকা কোভিড হাসপাতালের সুপার ডা. বোনাপার্ট চৌধুরী করোনা মোকাবিলায় সকলকেই সরকারের নির্দেশ মোতাবেক সোশ্যাল ডিসট্যান্সিং মেনে ঘন ঘন সাবান জল দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে এবং লকডাউনে বাড়িতে থাকার পরামর্শ দেন।

ডা. বোনাপার্ট চৌধুরী বলেন, ‘সরকারের গাইড লাইন মেনেই আমাদের সনাকা কোভিড হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করে বাড়ি ফেরাতে পেরেছি আমরা। রাজ্য সরকার সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে।’ এদিকে, সুস্থ জীবন ফিরে পেয়ে তিন রোগী ও রোগীর পরিবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানান।

Like Us On Facebook