.
নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশনের নির্দেশে এবার বদলি করে দেওয়া হল পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসকদের। বুধবারই এই নির্দেশ রাজ্যের মুখ্য সচিবের দফতরে এসে পৌঁছায়। বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যের বিধানসভা ভোটের আট দফার মধ্যে পঞ্চম ও ষষ্ঠ দফার ভোট রয়েছে দুই বর্ধমানে। আর তার আগেই দুই জেলার জেলাশাসকের বদলির নির্দেশে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও কমিশন এর আগেও ভোটের মুখে বিভিন্ন জেলার পুলিশ ও প্রশাসনে একাধিক রদবদল করেছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক এনাউর রহমানের জায়গায় নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন আইএএস মিস শিল্পা গৌরীসারিয়া। পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজির জায়গায় দায়িত্বে আসছেন আইএএস তথা পূর্ব বর্ধমানের প্রাক্তন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক তথা জেলা রিটার্নিং অফিসার নিখিল নির্মলকে সরিয়ে তাঁর জায়গায় নতুন জেলাশাসক হচ্ছেন আইএএস সি মুরুগান।