দলে নিলেও জীতেন্দ্র তিওয়ারিকে আর তৃণমূল কংগ্রেসের জেলার দায়িত্ব দেওয়া হল না। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ফের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি করলেন অপূর্ব মুখার্জীকে। জীতেন্দ্র তিওয়ারি জেলা সভাপতি, আসানসোল কর্পোরেশনের প্রশাসক পদ সহ দলত্যাগ করে ফের তৃণমূলে যোগদান করলেও দল কিন্তু জীতেন্দ্র তিওয়ারিকে আর আসানসোলের প্রশাসক বা জেলা সভাপতি পদে ফেরালো না।

রবিবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এক বিজ্ঞপ্তিতে জানায় পশ্চিম বর্ধমান জেলার নতুন জেলা সভাপতি হলেন অপূর্ব মুখার্জী। জেলার নতুন চেয়ারম্যান হলেন মন্ত্রী মলয় ঘটক। বিশ্বনাথ পাড়িয়াল কো-অর্ডিনেটর, দুর্গাপুর পূর্ব, পশ্চিম ও পান্ডবেশ্বর। হরেরাম সিং কো-অর্ডিনেটর রানীগঞ্জ ও বারাবনি। আসানসোল নর্থ ও সাউথের কো-অর্ডিনেটর ভি শিবদাসন দাশু। উজ্জল চাটার্জীকে বারাবনি ও কুলটির কো-অর্ডিনেটর করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায় এবং অশোক রুদ্র।

অপূর্ব মুখার্জীকে ফের জেলা সভাপতি করায় দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। দলীয় কর্মীরা রবিবার অপূর্ব মুখার্জীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অপূর্ব মুখার্জী বলেন, ‘দল আমাকে জেলার দায়িত্ব দিয়েছে। আমি সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে সাধ্যমতো পালনের চেষ্টা করবো।’

Like Us On Facebook