বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের বাদামতলা চাঁদমারী লেন এলাকায়। সুব্রত ঘোষের বাড়িতে গতকাল রাতে চুরির ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ। নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা, পাঁচ ভরি সোনার গহনা সহ একাধিক মালপত্র চুরির গেছে বলে দাবি।
জানা গেছে, পরিবারের সদস্যদের করোনা হওয়ায় দীর্ঘদিন ধরে তাঁরা বাঁকুড়ায় ছিলেন। মাঝে মধ্যে বাড়ি দেখাশোনার জন্য পরিবারের সদস্যরা আসতেন। শনিবার প্রতিবেশীরা বাড়ির সদর দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বাড়ির মালিককে ফোন করে। দুপুরে পরিবারের সদস্যরা বাঁকুড়া থেকে বর্ধমানের বাড়িতে এসে দেখেন দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে থাকা দুটি আলমারি ভাঙা হয়েছে। নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং পাঁচ ভরি গহনা চুরি গেছে। ঘরের আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। সদর দরজা থেকে ঘর পর্যন্ত বেশ কয়েকটি তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে। শহরের মধ্যে এই ধরণের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।