Photo Collected

.

কেউ কেউ করোনা ভ্যাকসিনের দুটি ডোজই পেয়েছেন। অনেকে আবার প্রথম ডোজ পেয়েছেন কিন্তু যথা সময়ে দ্বিতীয় ডোজের জন্য হন্যে হয়ে ঘুরছেন। বর্তমানে ভ্যাকসিনের যথেষ্ট সরবরাহ না থাকায় ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলিতে সময়ে ভ্যাকসিন না পৌঁছানোয় তৈরি হচ্ছে সমস্যা। তার উপর আবার ১ মে থেকে ১৮-৪৪ বয়সীদের জন্য ভ্যাকসিন দেওয়ার কথা। এই অবস্থায় ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলিতে অহেতুক ঝামেলা এড়াতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন শুক্রবার ভ্যাকসিন নিয়ে ধোঁয়াশা কাটাতে এক নির্দেশিকা জারি করল। নীচে দেওয়া হল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সেই নির্দেশিকা।

Like Us On Facebook