একজন কালো পোষাক পরে করোনার আদলে ভয়ানক মেক আপ নিয়ে কখনও বাজারে আসা ক্রেতাদের আবার কখনও বাজারের সবজি বিক্রেতাদের উদ্দেশ্য তারস্বরে চেঁচিয়ে বললেন আমি করোনা। মুখে মাস্ক না পরলে, সাবান জল দিয়ে হাত না ধুলে আমি তোদের মেরেই ফেলবো। অন্যজনকে বাজারে আসা ক্রেতাদের বলতে শোনা গেল, আমি যমরাজ আমি তোদের যমালয়ে নিয়ে মেতে এসেছি।
একজন করোনা রূপী আর এক জন যমরাজ রূপী। দুই নাট্য কর্মী সোমবার দুর্গাপুর বাজারে আসা ক্রেতা ও বিক্রেতা উভয়কে করোনা সংক্রমণ এড়াতে সচেতনার পাঠ দিতে বাজারের এপ্রান্ত থেকে ওপ্রান্ত প্রচার করতে চষে বেড়ালেন। লকডাউনের প্রথম দিন থেকেই দুর্গাপুরের বাজারগুলিতে ভিড় কমাতে হিমসিম খাচ্ছে পুলিশ প্রশাসন। তাই এবার বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সচেতনতার পাঠ দিতে এই অভিনব উদ্যোগ দুর্গাপুর মহকুমা প্রশাসন, কোক ওভেন থানা, দুর্গাপুর পুরসভার ৪ নং বরো অফিস এবং স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন উড়ানের কর্মীদের। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্গাপুর বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের দুই ভয়াল মূর্তি রীতিমত মৃত্যু ভয় দেখিয়ে করোনা মোকাবিলায় বাড়িতে থাকার পাঠ দেন।