আগামী ডিসেম্বর মাসে শুরু হবে প্রথম দুর্গাপুর উৎসব। দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় ময়দান তথা রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ডে উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। সোমবার মেলা ময়দান পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা ও রাখি তিওয়ারি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এদিন মেলা প্রাঙ্গণে এক অস্থায়ী কার্যালয়েরও উদ্বোধন করা হয়। যে কার্যালয় থেকে এই উৎসবের প্রস্তুতি পরিচালনা আপাতত করা হবে। মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, প্রথমবার দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর উৎসব। বিভিন্ন সরকারি দফতরগুলি এই উৎসবে যেমন অংশগ্রহণ করবে, তেমনই সরকারের ক্ষুদ্র কুটির শিল্প ও হস্ত শিল্পের প্রদর্শনীর জন্যও স্টল থাকবে। পাশাপাশি যে সকল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলি শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দুর্গাপুরে প্রতিষ্ঠিত, তাদেরও প্রচার ও প্রসারের জন্য এই মেলায় ক্যাম্প থাকবে। দুটি সাংস্কৃতিক মঞ্চ করা হবে দুর্গাপুর উৎসবে। রাজ্য ও ভিন রাজ্যের প্রতিষ্ঠিত নামিদামি শিল্পীরা যেখানে অনুষ্ঠান পরিবেশন করবেন। পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলিও তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। মোটের উপর প্রথমবার অনুষ্ঠিত হতে চলা দুর্গাপুর উৎসব ঘিরে শিল্পাঞ্চলবাসীর উদ্দীপনা এখন তুঙ্গে।

Like Us On Facebook