পশ্চিম বর্ধমান জেলার নতুন জেলাশাসক‌ পূর্ণেন্দু মাঝি জেলার দায়িত্বভার গ্রহণ করেই সোমবার দুর্গাপুর পরিদর্শনে আসেন এবং দুর্গাপুরের মহাকুমা কার্যালয়ে মহকুমাশাসক অনির্বাণ কোলে সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেন। করোনা মোকাবিলায় দুর্গাপুর মহকুমা প্রশাসন যেসব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সেইসব বিষয়ে সমস্ত তথ্য দুর্গাপুরের মহাকুমাশাসক অনির্বাণ কোলে নতুন জেলা শাসক‌ পূর্ণেন্দু মাঝিকে এদিন বিস্তারিত ভাবে জানান।

এদিন জেলাশাসক‌ পূর্ণেন্দু মাঝি দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলেকে সঙ্গে নিয়ে দুর্গাপুরের কোয়রান্টিন সেন্টার গুলির হালহকিকত জানতে পরিদর্শনে যান। এদিন নতুন জেলাশাসক‌ দুর্গাপুরের একটি সরকারি স্কুলে গিয়ে মিড-ডে মিল বন্টন ব্যবস্থা খতিয়ে দেখতে স্কুল পরিদর্শন করেন। জেলাশাসক‌ পূর্ণেন্দু মাঝি করোনা মোকাবিলায় পশ্চিম বর্ধমান জেলার অবস্থা ভালো বলে এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপস্থিত সাংবাদ মাধ্যমের কাছে।

Like Us On Facebook