শ্যালকের বিয়েতে এসে জলে ডুবে মৃত্যু হল জামাইবাবুর। সোমবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফুলঝোড় এলাকায়। ফুলঝোড়ের বাসিন্দা স্বপন কুমার সামন্তের ছেলে দেবমিতের বিবাহ ছিল সোমবার। ভোর ৫ টা নাগাদ স্থানীয় শঙ্খ বাঁধে জল সইতে গিয়েছিলেন পাত্রের দিদি দেবস্মিতা কুন্ডু, জামাইবাবু কৌশিক কুন্ডু। জল সওয়ার সময় আচমকাই জলে ডুবে যেতে থাকেন দিদি, তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন জামাইবাবু কৌশিক। দু’জকেই ডুবে যেতে দেখে ঝাঁপিয়ে পড়েন বাবা স্বপন কুমার সামন্তও। সঙ্গে থাকা ওই আত্মীয়ার চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এসে তিনজনকেই জল থেকে উদ্ধার করেন। জামাইবাবু ও বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বিধান নগরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে জামাইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্ত হয়। এই ঘটনায় বিয়ে বাড়ি সহ এলাকায় বিষাদের ছায়া নেমে আসে।