দুর্গাপুরের কমলপুরের ঘোষ পাড়ার ৩ নং আইসিডিএস সেন্টারে শিশুদের চাল, ডাল, আলু কম দেওয়ার অভিযোগ উঠল সেন্টারের সহায়িকার বিরুদ্ধে। সেন্টার সহায়িকা সুনন্দা গোস্বামীর বদলির দাবিতে সোচ্চার হন এলাকাবাসী। অবস্থা বেগতিক দেখে সেন্টার সহায়িকা আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে দেন বলে জানা গেছে। পরিস্থিতি শান্ত করতে আসরে নামেন স্থানীয় কাউন্সিলর শিপ্রা সরকার। অভিযোগের সত্যতা জানতে গেলে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ করেন স্বয়ং কাউন্সিলর শিপ্রা সরকার। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দুর্গাপুর মহকুমা প্রশাসন‌ ও পুলিশ আধিকারিকরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব পক্ষের সঙ্গে কথা বলেন।

স্থানীয় মানুষের অভিযোগ, এই আইসিডিএস সেন্টারের সহায়িকা শিশুদের জন্য বরাদ্দ চাল, ডাল, আলু প্রায়ই দেয় না। আর দিলেও পরিমাণে খুব কম দেয়। কম দেওয়ার কারণ জানতে চাইলে কোন কিছু জানাতে অস্বীকার করেন বলে অভিযোগ। এই আইসিডিএস সেন্টারে সহায়িকা ছাড়াও একজন কর্মী রয়েছেন। কেউ গ্রামবাসীদের কথা শোনেন না । সোমবার সন্ধ্যায় এই অভিযোগের ভিত্তিতে সেন্টারের সহায়িকাকে সেন্টারে আটকে রাখা হয় বলে অভিযোগ। সেই থেকে ঘটনার সূত্রপাত। মঙ্গলবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে উভয় পক্ষের মধ্যে। এরপরেই উত্তপ্ত বাক্যবিনিময়ে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। যদিও অভিযুক্ত আইসিডিএস সেন্টারের সহায়িকা সুনন্দা গোস্বামী গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে মহকুমা প্রশাসন।

Like Us On Facebook