মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জ থেকে অন্ডালের দিকে আসছিল একটি ফ্লাই অ্যাশ ভর্তি ১০ ডাম্পার। দুর্গাপুরের বক্তারনগর চক্রামবাটি ফ্লাই ওভারের ওপর হঠাৎ ডাম্পারের চাকা ফেটে ফ্লাই ওভারের রেলিং ভেঙ্গে একেবারে নিচে পড়ে যায় ডাম্পারটি। সৌভাগ্যবশত সেই সময় ফ্লাইওভারের নিচে কোন মানুষজন ছিল না, থাকলে বড়সড় বিপদ ঘটতে পারতো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় অন্ডাল থানার পুলিশ ও আন্ডাল ট্রাফিকের কর্মীরা। ফ্লাই ওভারের ওপর থেকে একেবারে নীচে পড়ে ডাম্পারটি দুমড়ে-মুচড়ে যায়। ডাম্পারের ভেতর থেকে দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় মৃত ডাম্পারের চালককে উদ্ধার করে পুলিশ। ঘটনার ভয়াবহতায় আশেপাশের দোকানদার এবং পথ চলতি মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।
Like Us On Facebook