রবিবার কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যুতে দুর্গাপুরের শ্রমিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত দুর্গাপুরের আমরাইয়ের বাসিন্দা শেখ সামিউদ্দিন (৫০) নামে এক ঠিকা শ্রমিক রবিবার ইস্পাত কারখানায় বিওএফ ডিপার্টমেন্টে কাজ করছিলেন। সেই সময় জ্যাক হ্যামার নামে একটি যন্ত্র দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়, তখন ওই যন্ত্রের নীচে কাজ করছিলেন সামিউদ্দিন, মাথার উপর ভারী যন্ত্র পড়ে যাওয়াতে থেঁতলে যায় সামিউদদিনের দেহ। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে প্লান্ট মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ডিএসপি কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিক নেতা তথা দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘সেখ সামিউদ্দিনের মৃত্যুর জন্য ডিএসপি কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। কর্তৃপক্ষ পুরোপুরি দায়ী। আমরা ডিএসপি কর্তৃপক্ষের কাছে মৃতের পরিবারের জন্য একজনের চাকরির দাবি জানিয়েছি।’ ডিএসপি কর্তৃপক্ষ সেই দাবি মেনে নিয়েছেন বলে প্রভাত চট্টোপাধ্যায় বলেন।