.
দমদম এয়ারপোর্ট এলাকা থেকে বিহার যাচ্ছিল মাছ বোঝাই একটি মহিন্দ্রা পিক-আপ ভ্যান। দুর্গাপুরের ডিভিসি মোড়ে আসতেই ঘটে বিপত্তি। দ্রুত গতিতে চলা গাড়িটির টায়ার ফেটে জাতীয় সড়কের উপর উল্টে পড়তেই ২ নং জাতীয় সড়কের উপর মাছের ছড়াছড়ি। আর জলজ্যান্ত মাছ হাতের মুঠোয় পেয়ে পথ চলতি মানুষ থেকে পার্শ্ববর্তী এলাকার মানুষ মাছ কুড়োতে হামলে পড়ল রাস্তায়। জানা গেছে, ঘটনায় গাড়ির চালক ও খালাসির সেরকম কোন চোট-আঘাত লাগে নি। গাড়িতে জলের মধ্যে প্রায় ৯০০ কেজি জ্যন্ত মাছ ছিল। প্রায় ১০০ কেজি মাছ নিমিষেই উধাও হয়ে যায় বলে অভিযোগ।
Like Us On Facebook