কলকাতার পর এবার দুর্গাপুরেও বিয়ে বাড়িতে দেখা যাবে ভিনটেজ গাড়ি। ভিনটেজ গাড়ি চড়ে বরকে বিয়ে করতে যেতে দেখা যাবে। হেরিটেজ এই গাড়িটি এনে বিয়ে বাড়ির অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে উদ্যোগী হয়েছে দুর্গাপুরের একটি ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। দুর্গাপুরে এই বছর বিয়ের মরসুমে এই ভিনটেজ গাড়িই এখন ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মার্কেটিং করার জন্য তুরপের তাস। জানা গেছে, কম খরচেই এই ভিনটেজ গাড়ি ভাড়ায় পাওয়া যাবে। সংস্থার কর্ণধার সুরজিৎ বর্ধন বলেন, ‘এতদিন কলকাতায় বিয়ে বাড়িতে বর পক্ষ বরের জন্য ভিনটেজ গাড়ি ভাড়ায় নিতেন। এবার দুর্গাপুরেও বরকে ভিনটেজ গাড়িতে চড়ে বিয়ে বাড়িতে যেতে দেখা যাবে। আমরা স্বল্প ভাড়ায় এই ভিনটেজ গাড়ি দেব। দুর্গাপুরে প্রথম আমরাই এই ভিনটেজ গাড়ি আনার উদ্যোগ নিয়েছি।’
Like Us On Facebook