রাত পোহালেই বুধবার ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের মায়ের বাৎসরিক পুজো ও মহোৎসব। এবার ১৭১তম ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের মায়ের প্রতিষ্ঠা দিবস। বুধবার সারাদিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠান হবে মন্দির প্রাঙ্গণে এবং বুধবার সন্ধ্যায় মায়ের মৃন্ময় মূর্তি পরিবর্তন হবে সঙ্গে সঙ্গে মহানিশায় মায়ের পুজো পাঠ, হোম যজ্ঞ হবে, ভোররাতে প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে। প্রতিবছরের মতো এবারও মন্দিরে লক্ষাধিক ভক্ত সমাগম হবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। মন্দিরের বাৎসরিক পুজো ও মহোৎসবকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছে। বুধবার বহু ভক্ত সমাগম হওয়ার জন্য সকাল থেকে মন্দিরের প্রধান গেট সংলগ্ন নাচন রোডে যান নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Like Us On Facebook