টিউশন পড়তে গিয়ে বাড়ি ফিরলো না ছাত্র, পুকুর থেকে উদ্ধার হল ষষ্ঠ শ্রেণীর নিখোঁজ ছাত্রের মৃতদেহ। মৃতের নাম পীযূষ রাউত (১২)। শঙ্করপুর ক্যান্টিনের ম্যাগাজিন ঘর সংলগ্ন এলাকার ঘটনা।
পীযূষ রাউত উখরা আদর্শ হিন্দি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। হরিপুর সংলগ্ন ছোড়া মোড়ের বাসিন্দা প্রদীপ রাউতের ছেলে পীযূষ। পীযূষের বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। বাড়িতে থাকেন তাঁর স্ত্রী, পুত্র ও কন্যা। জানা গেছে, পীযূষ শুক্রবার সকালে উখড়া আসে টিউশন পড়ার জন্য। টিউশন শেষে স্কুল তারপর স্কুল ছুটির পর বাড়ি ফেরার কথা ছিল পীযূষের। গতকাল স্কুল ছুটির পর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পীযূষের খোঁজ শুরু করে তাঁর পরিবারের লোকজন ও আত্মীয়রা। তাঁরা স্কুলে এসে জানতে পারেন পীযূষ এদিন স্কুল আসেনি। সন্ধ্যেবেলায় প্রথমে বনবহাল পুলিশ ফাঁড়ি ও পরে উখড়া পুলিশ আউটপোস্টে পীযূষের নিখোঁজ ডায়েরি করেন তার মা পল্লবী রাউত। নিখোঁজ ছাত্রের খোঁজ শুরু করে পুলিশ। শঙ্করপুর রেল গেটের কাছে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা যায় বেলা দশটা পনেরো নাগাদ পীযূষ তাঁর এক সহপাঠীর সঙ্গে রেলগেট পেরিয়ে শঙ্করপুরের দিকে যাচ্ছিল। এই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, সহপাঠীর বাড়ি শঙ্করপুর ক্যান্টিন এলাকায়। সহপাঠীর বাড়ি পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এদিন টিউশন শেষে তারা স্কুল না গিয়ে বাড়ি সংলগ্ন একটি পুকুরে গিয়েছিল স্নান করতে। পুকুরে ডুবে যায় পীযূষ। ভয় পেয়ে ওই সহপাঠী বাড়ি ফিরে আসে। এরপর ওই ছাত্রকে সাথে নিয়ে পুকুরে খোঁজ শুরু করে পুলিশ। গভীর রাতে পুকুর থেকেই ছাত্রটির মৃতদেহ উদ্ধার হয়। পুকুর পাড় থেকে কিছুটা দূরে পড়েছিল তার স্কুলের পোশাক, ব্যাগ ও চটি। ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ।