নাবালিকাকে ‘অপহরণের’ অভিযোগে দুর্গাপুরের অণ্ডাল থানা এলাকার এক যুবককে গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে মহারাষ্ট্র পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুরাজ ভগত। নাবালিকার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিস তাকে গ্রেফতার করেছে। মহকুমা আদালতের বিচারক ধৃতকে চার দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। নির্দেশ মত মহারাষ্ট্র পুলিস ঘটনার তদন্তের সার্থে সুরাজ ভগতকে মহারাষ্ট্র নিয়ে যায়। পাশাপাশি পুলিস ‘অপহৃত’ নাবালিকাকেও নিয়ে যায়।

মহারাষ্ট্র পুলিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, অণ্ডাল থানার উখড়া এলাকার বাসিন্দা সুরাজ ভগত কর্মসূত্রে কয়েক বছর ধরে বেঙ্গালুরুতে থাকতেন। তাঁর সাথে সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের বিড জেলার বছর ১৬ ‘র এক নাবালিকার পরিচয় হয়। এরপর হঠাৎই একদিন ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। গত ১৪ জানুয়ারি ওই নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের লোকজন। বিড থানার পুলিস অভিযোগ পাওয়া মাত্র ঘটনার তদন্ত শুরু করে। মহারাষ্ট্র পুলিস মোবাইল ফোনের সূত্র ধরে অণ্ডাল থানার উখড়া এলাকার ঠিকানা পেয়ে যায়। বিড থানার পুলিস আধিকারিক রাজেন্দ্র বানকর ও সুনীল আলগেড সহ ৫ জনের একটি টিম স্থানীয় পুলিসকে নিয়ে সোমবার অভিযুক্ত সুরাজ ভগতের বাড়িতে হানা দেয়। সুরাজের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার সহ সুরাজকে গ্রেফতার করে পুলিস। এদিন তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। ধৃত সুরাজ ভগতের ভাই অরুণ ভগত বলেন, ‘দাদার সঙ্গে নাবালিকার প্রণয়ের সম্পর্ক ছিল। তাঁরা বিয়েও করেছে। অপহরণের মিথ্যা মামলায় দাদাকে গ্রেফতার করা হয়েছে।’

Like Us On Facebook