একটা সময় খনি অঞ্চলে দীপাবলি এলেই বাঙালি-অবাঙালি নির্বিশেষে সকলেই নিজের হাতেই বাড়িতে বসে মাটি দিয়ে বানাতেন ঘরের আদলে মডেল। পরিবারের ও বাড়ির মঙ্গলের জন্যই বানানো হতো এই মডেল। অবাঙালিরা এটিকে ঘরকুন্ডা বলে থাকেন। মাটি দিয়ে ছোট্ট ঘরের আকারে বানিয়ে তার মধ্যে রাখা হত প্রদীপ, মিষ্টি বাতাসা ও ধানের আগা। সারারাত এভাবেই ঘরকুন্ডার মধ্যে রাখা হত এই সব জিনিস। সকাল হলে সেগুলি বের করে প্রসাদ হিসাবে খাবার রীতি আছে। তবে বর্তমানে মাটি দিয়ে ঘরকুণ্ডা বানানোর দিন প্রায় শেষ। একেবারে রেডিমেড শোলার তৈরি সুন্দর সুন্দর ঘরকুন্ডা বিক্রি হচ্ছে উখরা বাজারে। উখড়া বাজারের ফুটপাতে শুক্রবার দেখা গেল শোলার তৈরি ঘরকুন্ডার পসরা নিয়ে বসে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী উত্তম বাউরী জানান, এবছর বিক্রি ভালই। দাম প্রায় সাধ্যের মধ্যেই সর্বোচ্চ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে ঘরকুন্ডা।

Like Us On Facebook