উখড়া গ্রামের সন্ন্যাসী কালীতলার বাসিন্দা সত্যজিত মুখার্জী পেশায় এডিডিএ সংস্থার সহকারি ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে তিনি থাকেন দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন সংস্থার আবাসনে। তাঁর উখরার পৈতৃক দোতলা বাড়ির নীচের তলায় ভাড়া থাকেন বেসরকারি সংস্থার এক কর্মী ও তাঁর পরিবার।

সত্যজিৎবাবু জানান, তাঁর বাড়ির পাশেই রয়েছে দাদার বাড়ি। বৃহস্পতিবার সকালে দাদা তাঁকে ফোন করে বাড়িতে চুরির কথা জানান। বাড়ি ফিরে তিনি দেখেন সদর দরজার তালা ভাঙা। দু’দিন আগে ভাড়াটিয়া এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে নিজের বাড়ি গেছেন। বাড়ি ছিল সম্পূর্ণ ফাঁকা। নীচের ও উপর তলায় সবকটি ঘরেরই দরজার তালা ভাঙা ছিল। আলমারি সহ অন্যান্য জিনিস তছনছ করে দেয় দুষ্কৃতীরা। সত্যজিৎবাবু দাবি করেন, আলমারির মধ্যে থাকা প্রায় ৩০০ গ্রাম সোনার গহনা ( যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা) সব নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এছাড়াও একটি এলইডি টিভি সহ আরও বেশ কিছু সামগ্রী খোয়া গেছে। ভাড়াটিয়ার ঘরে থাকা একটি ল্যাপটপ ও সামান্য কিছু সোনার গহনা দুষ্কৃতীরা নিয়ে গেছে বলে দাবি করেন সত্যজিৎবাবু। খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে আসে উখড়া ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Like Us On Facebook