মর্মান্তিক মৃত্যু হল ছয় বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উখড়ার ডাঙালপাড়ায়। জানা গেছে, ছোট্ট ববিতার পোশাকে বাড়ির উনুন থেকে আগুন ধরে যায়। এরপরেই আগুনে ঝলসে যায় শিশুটির দেহ। তারপর রাতে হাসপাতালে মৃত্যু হয় শিশুটির বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত শিশুটির নাম ববিতা রুইদাস। বাবা লক্ষণ রুইদাস রাজমিস্ত্রির কাজ করেন। মা বাড়ির পারিচারিকার কাজ করেন। মেয়েকে বাড়িতে রেখে দু’জনে কাজে চলে যাওয়ায় বৃহস্পতিবার দুপুরে বাড়ির উনুনে পুড়ে যায় ববিতা। এরপর হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয় ববিতার। শুক্রবার সকালে বাড়িতে ছোট্ট ববিতার মরদেহ আনা হলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Like Us On Facebook