দুর্গাপুরের বেনাচিতি বাজারে দুর্গাপুর ইস্পাত কারখানার সেন্ট্রাল স্টোরে বাঘের গুজব ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল। বুধবার সকাল থেকেই বাঘ দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায় বেনাচিতির প্রান্তিকাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোরের আশেপাশে। এখানে দুর্গাপুর ইস্পাত কারখানার বিভিন্ন সামগ্রী থাকে।নিরাপত্তার দায়ীত্বে থাকে সিআইএসএফ।

মঙ্গলবার গভীর রাতে এই সেন্ট্রাল স্টোরে সিআইএসএফ জওয়ানরা বাঘের মত দুটি প্রাণী দেখতে পান বলে জানা গেছে। সকাল হতেই সেই খবর দুর্গাপুর জুড়ে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। এরপর আশেপাশের এলাকা থেকে শয়ে শয়ে মানুষ এসে ভিড় করেন সেন্ট্রাল স্টোরের সামনে। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ, সিআইএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিক সহ বনবিভাগের কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাঘ দেখার জন্য উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। স্পষ্ট করে কেউ কিছু না জানলেও জানা গেছে, গতকাল রাতে সিআইএসএফ-এর পক্ষ থেকে রাতপাহারার দায়ীত্বে যে কর্মীরা ছিলেন তারাই নাকি এই বাঘ জাতীয় কিছু স্টোরে ঢুকেছে বলে জানায়। এই সেন্ট্রাল স্টোরের ভিতরে ঘন জঙ্গল রয়েছে। ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সকাল থেকেই শুরু হয় বাঘের খোঁজ। যদিও বাঘের দেখা মেলেনি। কিছু পায়ের ছাপ মিললেও সেগুলি বাঘের নয় বলেই জানান বনকর্মীরা। প্রাণী দুটি বন বিড়াল হতে পারে বলেই মনে করছেন বনকর্মীরা।

Like Us On Facebook