সাময়িক ঝড়ে লন্ডভন্ড জামালপুরের একাধিক এলাকা। ঝড়ে উড়ে গেছে একাধিক ঘরের চাল, ঝড়ের তোড়ে অস্থায়ী সেতু থেকে নীচে পড়ে গেল চারচাকা গাড়ি, উপড়ে পড়েছে একাধিক বিদ্যুৎতের খুঁটি ও গাছ। এখন পর্যন্ত ২ জনের আহত হওয়ার খবর মিলেছে। ঘটনাস্থলে বিডিও জামালপুর ও অন্যান্য জনপ্রতিনিধিরা।

রবিবার সকালের দিকে হঠাৎ করেই শুরু হয় ঝড়। কোন কিছু বুঝে ওঠার আগেই লন্ডভন্ড অবস্থা হয়ে যায় জামালপুরের সাতগড়িয়া, কোড়া, শিয়ালি, মাঠ শিয়ালি, অমরপুর সহ একাধিক এলাকা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাময়িক এই ঝড়ে এখনও পর্যন্ত ৩০-৪০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একাধিক বিদ্যুৎতের খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। বেশ কিছু এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে, জামালপুরের অমরপুর এলাকায় দামোদরের উপর অস্থায়ী সেতু পারাপারের সময় ঝড়ের কবলে পড়ে একটি চারচাকা গাড়ি। ঝড়ের তোড়ে সেতু থেকে গাড়িটি নীচে পড়ে যায়। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ২ জন, তাঁদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যান জামালপুরের বিডিও পার্থসারথী দে সহ এলাকার জন প্রতিনিধিরা। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলে তাঁদের খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসনসূত্রে জানা গেছে।

অন্যদিকে, সাময়িক ঝড়-বৃষ্টির জেরে মেমারিতে বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম ভীম কর (৫১)। মেমারির পাল্লা ২ নম্বর ক্যাম্প এলাকায় তাঁর বাড়ি। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টা নাগাদ হঠাৎই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি, তড়িঘড়ি স্থানীয় সূর্যনগর মাঠে গরু আনতে যান ভীম কর। সেই সময় হঠাৎই বজ্রপাতের বিকট আওয়াজ হয়, পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখেন মাঠেই পড়ে আছেন তিনি। এরপরেই ভীম করকে সেখান থেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


Like Us On Facebook