নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানের পিছনে একটি চার চাকা গাড়ি ধাক্কা মারলে পিক ভ্যান উল্টে যায় এবং ৩ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুর্গাপুরের বিধান নগরের কাছে জাতীয় সড়কের ইন্দো-আমেরিকান মোড়ে ফ্লাই ওভারে। এই ঘটনায় চারচাকা গাড়ির এক মহিলা সহ দুই আরোহী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দুর্গাপুর গান্ধী মোড়ে হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিক আপ ভ্যানটি স্যানিটারি সামগ্রী নিয়ে বর্ধমানের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। পিছনে পিছনে একটি চার চাকার গাড়িও যাচ্ছিল একই দিকে। ইন্দো-আমেরিকান মোড়ের ফ্লাই ওভারে হঠাৎ করে চার চাকা গাড়িটি পিক আপ ভ্যানটিকে ওভার টেক করে এগোতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পিক আপ ভ্যানের পিছনে।

জানা গেছে, এরপরেই পিক ভ্যানটি উল্টে যায় জাতীয় সড়কের উপর এসইউভিটি সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। চার চাকা গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়ার ফলে গাড়ির চালকের বরাত জোরে কোন আঘাত লাগে নি। গাড়ির চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। এরপরেই প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে পুলিশ ও স্থানীয় মানুষ চার চাকা গাড়ির আরোহী এক মহিলাকে অচৈতন্য অবস্থায় ও আরও দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর গান্ধী মোড়ের হেল্থ ওয়াল্ড হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে সরিয়ে জাতীয় সড়ক যানজটমুক্ত করে।

Like Us On Facebook