আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জের রানিসায়ের মোড় এলকায়। মৃত মহিলার নাম মিতা সাহা (৪২)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মিতাদেবীর স্বামী প্রদীপ সাহা। জানা গেছে, তাঁরা দুর্গাপুরের ফরিদপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুর্গাপুরের ফরিদপুর এলাকা থেকে প্রদীপ সাহা ও তাঁর স্ত্রী মিতা সাহা একটি স্কুটিতে আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। পথে সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জের রানিসায়ের মোড় এলকায় একটি ডাম্পার একটি বাসকে ওভারটেক করতে গিয়ে স্কুটিতে ধাক্কা মারলে প্রদীপবাবু ও মিতাদেবী স্কুটি থেকে পড়ে যান। মিতাদেবী ডাম্পারের চাকার নীচে পড়ে যান। দু’জনেই গুরুতর আঘাত পান। তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা মিতাদেবীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘাতক ডাম্পারটি দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook