মঙ্গলবার সকালে মুম্বাই থেকে দুর্গাপুরের অন্ডালে এসে পৌঁছল স্পাইসজেটের বিমান এসজি-৬৩৫৪। স্পাইসজেটের বোয়িং ৭৩৭-৭০০ বিমান নির্ধারিত সময়ের মিনিট ২০ দেরিতে অন্ডালের কাজি নজরুল ইসলাম ইন্টারন্যাশনাল বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ। সঙ্গে সঙ্গে জলকামানের মাধ্যমে জল ছিটিয়ে স্পাইসজেটের বিমানকে অন্ডালে স্বাগত জানাল বিমানবন্দর কর্তৃপক্ষ। নতুন বিমানের প্রথম উড়ান বা কোনও বিমানবন্দরে নতুন বিমান পরিষেবা চালু হলে জল-কামানে উচ্ছ্বাস প্রকাশ করাই রীতি।
স্পাইসজেটের ১৩ তম গন্তব্য দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে এদিন স্পাইসজেটের প্রথম উড়ানের প্রাক্কালে আয়োজন করা হয় ফ্ল্যাগ অফ অনু্ষ্ঠানের। অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্টজনেরা ও স্পাইসজেটের কর্মীরা। উড়ানের সূচনার সময় প্রথা মাফিক প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এবং স্পাইজেটের এসজি-৬৩৫৫ দুর্গাপুর-মুম্বই উড়ানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। প্রথম উড়ানের যাত্রীদের স্বাগত জানান বিশিষ্টজনেরা। প্রথম উড়ান উপলক্ষে কিছু অনুষ্ঠান থাকায় নির্ধারিত সময় ১০টা ৪৫ মিনিটের পরিবর্তে এদিন কিছুটা দেরিতে প্রায় ১১টা ০৫ মিনিটে এসজি-৬৩৫৫ উড়ান অন্ডাল থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। জানা গেছে, মুম্বাই-দুর্গাপুর-মুম্বাই রুটে স্পাইসজেটের এই বিমান দৈনিক চলাচল করবে। প্রতিদিন সকাল ৭টা ৫০ মিনিটে মুম্বাই থেকে ছেড়ে সকাল ১০টা ০৫ মিনিটে অন্ডাল বিমানবন্দর পৌঁছবে বিমান। এরপর ফিরতি উড়ান অন্ডাল থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে বেলা ১টা ০৫ মিনিটে মুম্বাই পৌঁছবে।
মঙ্গলবার থেকেই স্পাইসজেটের এই উড়ানের মাধ্যমে আকাশপথে দুর্গাপুরের সঙ্গে মুম্বাইয়ের সরাসরি যোগাযোগ স্থাপন হল। এই উপলক্ষে এদিন সকাল থেকেই মুম্বাইয়ের উড়ান ধরতে আসা এবং মুম্বাই থেকে আগত যাত্রীদের নিতে আসা মানুষজন ভিড় করেন অন্ডাল বিমানবন্দরে। দুর্গাপুরের সঙ্গে মুম্বাইয়ের আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপন হওয়ার ফলে শিল্পাঞ্চল সহ আশপাশের জেলার মানুষজনও উপকৃত হবেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?