বর্ধমান শহরের নীলপুর এলাকায় তৃণমূল নেতা অনন্ত পাল সহ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অনন্তবাবু বর্ধমান পুরসভার ১২ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরের স্বামী। নীলপুর এলাকায় তৃণমূল নেতা-কর্মীদের মারধরে প্রতিবাদে সোমবার তৃণমূল কর্মীরা বর্ধমান থানা ঘেরাও করেন। অভিযোগ অস্বীকার বিজেপির।

রবিবার সন্ধ্যায় ১২ নং ওয়ার্ডে এক মহিলা তৃণমূল কর্মীকে বিজেপি কর্মীরা মারধর করে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার খবর জানতে পেরে তৃণমূল নেতা অনন্ত পাল সঙ্গীদের নিয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। জখম মহিলা তৃণমূল কর্মীকে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অনন্তবাবুর অভিযোগ, সোমবার সকালে মেয়েকে স্কুল বাসে তুলে দেওয়ার জন্য তিনি যখন দাঁড়িয়ে ছিলেন তখন একদল দুষ্কৃতী তাঁকে মারধর করে। তিনি কোনরকমে মেয়েকে নিয়ে ছুটে পালিয়ে যান। সোমবার দুপুরে ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে তৃণমূল কর্মীরা থানা ঘেরাও করেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনার সঙ্গে বিজেপি কর্মীরা যুক্ত নয় বলে জানিয়ে পাল্টা দাবি করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাসিন্দারা কাটমানি ফেরত চাইতে গিয়েছিল।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook