.

আসানসোল পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডে জামুড়িয়ার নিঘা এলাকায় মঙ্গলবার একটি বিস্কুট কারখানায় আগুন লাগলে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জানা গেছে, এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ পতঞ্জলির ওই বিস্কুট কারখানার কর্মীরা কারখানার একটি অংশে আগুন দেখতে পান। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে। ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আনে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার শ্রমিকরা দ্রুত বাইরে বের হয়ে আসায় শ্রমিকদের কোন ক্ষতি হয় নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি বলে কারখানা কর্তৃপক্ষের দাবি। আগুন লাগার কারণ জানা যায়নি পতঞ্জলির এই বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুনের পর আসানসোল পুরনিগম কারখানার সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করল। ওই কমিটি পুরনিগম এলাকার সমস্ত কলকারখানার সুরক্ষা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে বলে জানা গেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



Like Us On Facebook