যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে দুর্গাপুর সিটি সেন্টারের বাসস্ট্যান্ডটির খুব শীঘ্রই আধুনিকিকরণ শুরু হবে। বর্তমানে যেখানে SBSTC বাসস্ট্যান্ড রয়েছে, প্রথম পর্যায়ে ওই এলাকার বাসস্ট্যান্ডটির সম্প্রসারণ ঘটানো হবে। পরবর্তী পর্যায়ে পাশের বাসস্ট্যান্ডটিও সম্প্রসারণ ও আধুনিকিকরণ করা হবে। দুর্গাপুর নগর নিগম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, দুর্গাপুর মহকুমা কার্যালয় ও SBSTC সূত্রে জানা গেছে সিটি সেন্টারের বাসস্ট্যান্ডটির প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ করতে প্রাথমিক ভাবে ৬৫ লক্ষ টাকা খরচ করা হবে। এই ৬৫ লক্ষ টাকার মধ্যে ৫০ লক্ষ টাকা দেবে NSPCL এবং বাকি ১৫ লক্ষ টাকা দেবে ADDA। প্রয়োজন অনুসারে দ্বিতীয় পর্যায়ে কাজের নিরিখে আরও টাকা খরচ করবে সংশ্লিষ্ট সংস্থাগুলি। সূত্র মারফৎ জানা গেছে বর্তমান SBSTC বাসস্ট্যান্ডটি ভেঙ্গে ওই জায়গায় তিনতলা অত্যাধুনিক বাসস্ট্যান্ড কমপ্লেক্স গড়ে তোলা হবে। একসঙ্গে একাধিক বাস দাঁড়ানোর ব্যবস্থা থাকবে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে গড়ে তোলা হবে অত্যাধুনিক টিকিট কাউন্টার, যাত্রী প্রতিক্ষালয় ও শৌচালয়। পরিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে।
দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কেন্দ্রস্থল হওয়ায় সিটি সেন্টারের বাসস্ট্যান্ডটির গুরুত্ব বর্তমানে বহুগুণ বেড়ে গেছে। বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই মেদনিপুর সহ বিভিন্ন জেলার কেন্দ্রস্থল হওয়ায় বহু যাত্রী এখানে এসে বাস ধরেন। তাছাড়া কলকাতা, সল্টলেক ও বিহার গামী বহু বাস সিটি সেন্টার বাসস্ট্যান্ড হয়ে যাতায়াত করে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী এই বাসস্ট্যান্ড ব্যবহার করেন। ফলে এই বাসস্ট্যান্ডটির গুরুত্ব অপরিসীম। স্বাভাবিক ভাবে প্রশাসন থেকে এই বাসস্ট্যান্ডটি সম্প্রসারণ করে অত্যাধুনিক করে তোলার দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ADDA সূত্রে আরও জানা গেছে SBSTC কতৃপক্ষ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারির মধ্যে এই বিষয়ে একপ্রস্থ আলোচনাও হয়েছে। একইভাবে দুর্গাপুর নগর নিগম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, দুর্গাপুর মহকুমা প্রশাসন, SBSTC ও NSPCL-এর মধ্যেও বৈঠক হয়েছে। সকলেই সিটি সেন্টার বাসস্ট্যান্ডটি সম্প্রসারণ করে অত্যাধুনিক করার পক্ষে মত দিয়েছে। প্রয়োজনে জবর দখলও উচ্ছেদ করবে ADDA ও DMC। পরবর্তী পর্যায়ে ডিভিসি মোড়েও একটি যাত্রী প্রতিক্ষালয় ও দুর্গাপুর স্টেশনের বাসস্ট্যান্ডটিরও সংস্কার ও আধুনিকিকরণ করা হবে।
এডিডিএ’র চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় বর্ধমান ডট কমকে বলেন,”শীঘ্রই সিটি সেন্টারের বাসস্ট্যান্ডটি সম্প্রসারণ করা হবে। SBSTC বাসস্ট্যান্ডটিকে অত্যাধুনিক করে তোলা হবে। যেখানে প্রতীক্ষালয়, পানীয় জলের ব্যবস্থা থাকবে এবং একটি মার্কেট কমপ্লেক্স করা হবে।”
দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বর্ধমান ডট কমকে বলেন,”প্রাথমিক ভাবে SBSTC বাসস্ট্যান্ডটি ভেঙ্গে তিন তলা অত্যাধুনিক কমপ্লেক্স করা হবে। নীচে SBSTC বাসের টিকিট কাউন্টার থাকবে। যাত্রীদের সুবিধার্থে সবরকম ব্যবস্থা থাকবে বাসস্ট্যান্ডে। এইজন্য NSPCL ও ADDA প্রাথমিক ভাবে প্রয়োজনীয় টাকা দিচ্ছে।”