দুর্গাপুর শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্যোগী দুর্গাপুর নগর নিগম। তাই ‘ন্যাশনাল ক্লিন এয়ার’ এই প্রকল্পের অধীনে দুর্গাপুর পুরসভায় একটি মেকানিক্যাল রোড স্যুইপিং মেশিন চালু হল। বৃহস্পতিবার সকালে মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। জানা গেছে, মেকানিক্যাল এই মেশিনের সাহায্যে দ্রুত অনেকটা রাস্তা সাফাই করা যাবে। পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ’৫২ লক্ষ টাকা ব্যায়ে এই মেশিন ক্রয় করা হয়েছে। এর আগে আমরা বাতাসে ভেসে থাকা ধুলিকণার পরিমাণ কম করতে মিস্ট ওয়াটার ক্যানন কিনেছি। এই দুটি মেশিনের সাহায্যে দুর্গাপুরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যাবে।’
Like Us On Facebook