দুর্গাপুরের দূষণ প্রবণ এলাকার দূষণ কমাবে এবার কৃত্রিম বৃষ্টি। পরিশুদ্ধ জল থেকেই তৈরি হবে এই কৃত্রিম বৃষ্টি, অত্যাধুনিক মিস্ট ক্যানন যন্ত্রের মাধ্যমে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে দুর্গাপুরে ধুলোর দূষণ কমাতে দুর্গাপুর নগর নিগমকে সম্প্রতি দেওয়া হয় বিদ্যুৎ চালিত ৪৯ লক্ষ টাকার যন্ত্রটি। বৃহস্পতিবার এই যন্ত্রটির উদ্বোধন হয় সিটি সেন্টারে। উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় সহ দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা।

দুর্গাপুর নগর নিগমের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক দেবব্রত বিশ্বাস জানান, দুর্গাপুরের ৮ টি অতি দূষণ প্রবণ এলাকাকে চিহ্নিত করা হয়েছে, যেখানে এই মেশিন দিয়ে কৃত্রিম বৃষ্টির মাধ্যমে বায়ু দূষণ কমানো হবে। সংশ্লিষ্ট জায়গাগুলিতে সেন্সর ইনস্টল করা হয়েছে, যার মাধ্যমে বোঝা যাবে এলাকাগুলিতে দূষণের পরিমাণ। প্রয়োজনমত অত্যাধুনিক এই যন্ত্রটি বিশেষ করে ওই আটটি এলাকায় পৌঁছে কৃত্রিম বৃষ্টির মাধ্যমে বাতাস থেকে ধুলো নীচে নামিয়ে পরিবেশের দূষণ কমাবে। ভবিষ্যতে আরও কয়েকটি এই ধরনের যন্ত্র দুর্গাপুরে আনা হবে। দূষণ প্রবণ দুর্গাপুরকে আগের জায়গায় ফিরিয়ে আনতে উঠে পড়ে লেগেছে নগর নিগম এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

Like Us On Facebook