ফের করোনার থাবা দুর্গাপুরে, আক্রান্ত হলেন দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান মৃগেন পাল। তিনি দুর্গাপুর নগর নিগমের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা নগর নিগমের চেয়ারম্যান।
জানা গেছে, গত ২৮ জুন আসানসোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিন শারীরিক পরীক্ষার সময় মৃগেন পালের শরীরে মেলে করোনা ভাইরাসের জীবাণু, সঙ্গে সঙ্গে তাঁকে আসানসোল থেকে দুর্গাপুরের স্টিল টাউনশিপে তাঁর এ-জোনের বাড়িতে নিয়ে আসা হয়। মৃগেনবাবু হোম আইসোলেশনে আছেন বলে জানা গেছে। দুর্গাপুর পুরসভার মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, আপাতত সুস্থ আছেন চেয়ারম্যান, তাঁকে এখন অফিসে আসতে বারণ করা হয়েছে। শহরবাসীকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ করেছেন শহরের মহানাগরিক। অন্যদিকে, দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারী জানান, মৃগেনবাবু সুস্থ আছেন। দুর্গাপুরবাসীকে মুখে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন মেয়র পরিষদ রাখি তেওয়ারি।