little-mag-fair-bdn3বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা কমিটির ব্যবস্থাপনায় ২৫-২৭ নভেম্বর বর্ধমান টাউন হলের মাঠে অনুষ্ঠিত হল লিটল ম্যাগাজিন মেলা। মেলা কমিটি সূত্রে জানা যায় এবার মেলায় ৭০টি লিটল ম্যাগাজিনের স্টল হয়েছে। তিনদিনের মেলায় সংবর্ধনা জানানো হয় কবি নীলা কর ও কেষ্ট চট্টোপাধ্যায়কে। এবারের মেলায় অনুষ্টুপ, কৃত্তিবাস, বাল্মীকি, নাট মন্দির, সৃজন, ধ্রুবতারা, বকুলফুল সহ আরও বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন সকলের প্রশংসা কুড়িয়েছে।

little-mag-fair-bdn2ধ্রুবতারা সাহিত্য পত্রিকার সম্পাদক সৈয়দ মুশারফ আজম জানান টানা ১৮ বছর ধরে এই পত্রিকা প্রকাশ হয়ে আসছে। রবীন্দ্র, নজরুল, সুকান্ত, বনফুল সহ অন্যান্য কবি সাহিত্যিকদের নিয়ে সংখ্যা প্রকাশ করা হয়েছে। কলেজ ছাত্র দেবব্রত দাস, সুন্দর সরকার, রোহন গোস্বামী, রোমা ঘোষ প্রমুখ জানান ধ্রুবতারা সহ বেশ কয়েকটি স্টলে বহু ভালো ভালো ম্যাগাজিন দেখলাম। রবিবার মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা সকলেই উপস্থিত মেলার মাঠে।