দুর্গাপুরে পথ কুকুরদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পথ কুকুরদের জন্মনিয়ন্ত্রণ করতে উদ্যোগী হল দুর্গাপুর পুরসভা। বুধবার দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখার্জী এক সাংবাদিক সম্মেলন করে পথ কুকুরদের জন্মনিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানাগড়ের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেন।

মেয়র অনিন্দিতা মুখার্জী বলেন, ‘এই মুহূর্তে দুর্গাপুর শহরের ৪৩ টি ওয়ার্ডে পনেরো থেকে ষোল হাজারের মতো পথ কুকুর রয়েছে। আমরা পথ কুকুরদের জন্মনিয়ন্ত্রণ করতে প্রাথমিক ভাবে প্রতিটি ওয়ার্ড থেকে ২০ টি করে কুকুরকে নির্বীজকরণ করার পরিকল্পনা করেছি। এরপরে ধাপে ধাপে এই সংখ্যা বাড়ানো হবে।পানাগড়ের ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা প্রতিটি ওয়ার্ড থেকে কুকুর ধরে নিয়ে গিয়ে সেগুলিকে নির্বীজকরণ করিয়ে সুস্থ করে ফের ওই সব ওয়ার্ডেই ছেড়ে দেবেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। পরবর্তী সময়ে আগামী পুরসভার বোর্ডে আমরা দুর্গাপুর পুরসভার পশুদের জন্য পশুকল্যাণ দফতর চালু করব।’

স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা চন্দন ঘড়ুই বলেন, ‘আমরা এর আগেও এই কাজ দুর্গাপুরে করেছি। তবে তখন মানুষের মধ্যে সচেতনতা ছিল না। স্থানীয় মানুষ কুকুরদের ধরা দেখলে আমাদের ভুল বুঝতেন। ভাবতেন আমরা কুকুরদের ধরে সার্কাসের বাঘেদের দেব খাবারের জন্য। আমাদের গাছে বেঁধে মারধর পর্যন্ত করা হত। এখন মানুষ অনেক সচেতন তাই এখন সেই সমস্যা আর নেই। আমরা সাফল্যের সঙ্গে দুর্গাপুর পুরসভার দেওয়া পথ কুকুরদের জন্মনিয়ন্ত্রণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।’

Like Us On Facebook