পশ্চিমবঙ্গের প্রথম সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ ‘আহরণ’-এর উদ্ধোধন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। বুধবার দুর্গাপুরের জেমুয়ায় ৫ একর জমির উপর ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই হোটেল ম্যানেজমেন্ট কলেজটিতে চলতি বর্ষে ইতিমধ্যেই অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ ৫৩ জন ছাত্র-ছাত্রী তিন বছরের বিএসসি কোর্সে ভর্তি হয়েছে। রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে তৈরি এই স্টেট ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজে চারটি স্বপ্ল মেয়াদী দেড় বছরের কোর্সও পড়ানো হবে। দশম শ্রেণি উত্তীর্ণরা এই স্বপ্ল মেয়াদী কোর্সে ভর্তি হতে পারবে। ফুড প্রোডাকশন, বেকারি, হাউস কিপিং ও ফ্রন্ট অফিস বিষয়ে এই স্বপ্ল মেয়াদী কোর্সগুলি পড়ানো হবে।
উল্লেখ্য, সারা দেশে ৩৫ টি সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ রয়েছে। যার মধ্যে ২১ টি আইএইচএম ও ১৪ টি এসআইএইচএম কলেজ রয়েছে। এদিন পর্যটন মন্ত্রী হোটেল ম্যানেজমেনট কলেজ উদ্ধোধন করে দুর্গাপুরের বীরভানপুরের বন্ধ হয়ে যাওয়া সরকারি রিসর্ট ‘রিভেইরা’ পরিদর্শন করেন। পর্যটন মন্ত্রী বন্ধ হয়ে যাওয়া রিভেইরা দুর্গোৎসবের আগেই খোলার তৎপরতার কথাও এদিন জানান। গৌতমবাবু এদিন দুর্গাপুরের গান্ধী মোড়ের সরকারি পথিক মোটেলের লাল রঙ দেখে চটে গিয়ে মোটেলের লাল রঙ বদলে নীল-সাদা রঙ করার নির্দেশ দেন। এদিন দুর্গাপুরে এসে গৌতমবাবু ব্যস্ত সময়ের ফাঁকে ভিড়িঙ্গী কালী মন্দিরে গিয়ে পূজো দেন।