সংখ্যালঘু শ্রেণির মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক সুযোগ সুবিধা কতটা পৌঁছাচ্ছে তার খোঁজখবর করতে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল বুধবার পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক সারলেন।

আবু আয়েশ মণ্ডল জানান, প্রতিটি জেলায় জেলায় ঘুরে রাজ্য সরকারের উন্নয়ন খাতে দেওয়া অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা তা যাচাই করছেন তাঁরা। খাতায় কলমের সঙ্গে বাস্তবটাকেও তাঁরা খতিয়ে দেখছেন সরজমিনে। বৈঠক শেষে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক কাজকর্মে সন্তোষ প্রকাশ করেই তিনি জানিয়েছেন, জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে কোনোরকম দেরি করা চলবে না। দ্রুত সংখ্যালঘু শ্রেণির মানুষকে জাতিগত শংসাপত্র দিয়ে দিতে হবে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন বৈঠকে ওয়াকফ সম্পত্তি বেদখল, জাতিগত শংসাপত্র নিয়ে অভিযোগ তোলেন উপস্থিত প্রতিনিধিরাও। পরে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, জাতিগত শংসাপত্র সঠিক সময়ে না পাওয়া নিয়ে এদিন তাঁর কাছে অভিযোগ জানানো হয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার নিয়ে তাঁরা কাজ করছেন। তাঁর কাছে কোন অভিযোগ এলেই তিনি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।

Like Us On Facebook