.

অবৈধ বালি বোঝাই ওভারলোডেড একটি ট্রাক আটক করলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। সোমবার সকালে দুর্গাপুরের কাঞ্জিলাল অ্যাভিনিউর শিল্পতালুকে একটি রড কারখানার বৃক্ষ রোপণ অনুষ্ঠান সেরে মহকুমা কার্যালয়ে ফেরার পথে মহকুমা শাসক ডিভিসি মোড়ে রাস্তার উপর একটি বালি বোঝাই ওভার লোডেড বিকল ট্রাক দেখতে পান। মহকুমা শাসক নিজের গাড়ি থামিয়ে নেমে বিকল বালি বোঝাই ওভার লোডেড ট্রাকটির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকের চালক ও খালাসি উভয়েই চম্পট দেয়। এরপরেই মহকুমাশাসক ভূমি রাজস্ব দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ডেকে ট্রাকটিকে বাজেয়াপ্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘ফের ওভারলোডেড ট্রাক-ডাম্পারে অবৈধ বালি পাচার হচ্ছে বলে খাবর আসছে। আমি শীঘ্রই ফের অভিযান শুরু করব অবৈধ বালি পাচারের বিরুদ্ধে।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook