পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে দুর্গাপুরের কাঞ্জিলাল অ্যাভিনিউর শিল্পতালুকে সুপার শক্তি মেটালিক্স কারখানার সামনে ১০০০ বৃক্ষ রোপণ করার লক্ষ্যে ‌সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল কারখানা কর্তৃপক্ষ। সোমবার সকালে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে, দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী ও কারখানার ডিরেক্টর অজয় কুমার বাজাজ সহ বিশিষ্ট জনেরা এদিন বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা এদিন সকলেই বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষের অবদান তুলে ধরেন এবং শিল্পাঞ্চলের সমস্ত কলকারখানা চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার আহ্বান জানান। সুপার শক্তি মেটালিক্স কারখানার ডিরেক্টর অজয় কুমার বাজাজ বলেন, ‘আমরা কারখানায় যে ১০০০ বৃক্ষ রোপণ করছি তার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে।’ সোমবার সুপার শক্তি মেটালিক্স কারখানায় বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে কারখানায় উৎসবের আমেজ তৈরি হয়।

কারখানার সিনিয়র ম্যানেজার(সেলস) রুদ্র জানা বলেন, ‘আমরা, কারখানা কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমাদের অত্যাধুনিক কারখানায় বর্তমানে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং বর্তমানে বছরে উৎপাদনের পরিমাণ ১৬০০০০ মেট্রিক টন। কারখানার আধুনিকরণ ও সম্প্রসারণ চলছে। আগামী ২০২০ সালে উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির হয়েছে ২০০০০০ মেট্রিক টন। এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে আরও প্রায় চারশো জনের কর্ম সংস্থানের সুযোগ হচ্ছে এই কারখানায়।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?