দুর্গাপুরের এক খামার বাড়িতে একটি প্লাস্টিকের ড্রাম থেকে ১৮ টি সকেট বোমা উদ্ধার করল সিআইডির বোম স্কোয়াড। সোমবার সকালে বোমাগুলি উদ্ধার করে বোম স্কোয়াডের সদস্যরা নিস্ক্রিয় করে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দুর্গাপুর থানার অন্তর্গত কান্ডেশ্বর গ্রামের শান্তিনগর এলাকায়। এলাকাটি দুর্গাপুর পুরসভার ১২ নং ওয়ার্ডের অন্তর্গত। সোমবার বোমা উদ্ধারের ঘটনায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা ঝন্টু মন্ডলের খামার বাড়িতে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১৮ টি সকেট বোমা উদ্ধার হয়। ঝন্টু মন্ডলের বলেন, ‘প্রায়ই আমি খামার বাড়ি দেখতে যাই। আজও গিয়ে দুই প্লাস্টিকের ড্রামে বোমা গুলি দেখতে পাই। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। কেউ বা কারা সুযোগ বুঝে খামার বাড়িতে বোমাগুলি রেখে যায় একটি প্লাস্টিকের ড্রামে।’ দুষ্কৃতিরা এই কাজ করেছে বলে ঝন্টু বাবুর দাবি। স্থানীয় মানুষের অনুমান, কয়েক দিন আগে কান্ডেশ্বরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। ফের কোন অশান্তি সৃষ্টি করতে পুলিশের নজর এড়াতে দুষ্কৃতীরা এই নির্জন স্থানে বোমাগুলি মজুত করেছিল।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?