নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। স্বাভাবিকভাবে জলস্তর বাড়ছে দামোদরের। জানা গেছে, দামোদর ব্যারেজের জলস্তর স্বাভাবিক রাখতে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে।
টানা তিন দিনের বৃষ্টিতে দামোদর জলাধারের জলস্তর বেড়ে যাওয়ায় দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে বাড়াচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ। এখন জল ছাড়ার পরিমাণ ৫৬,৬৭৫ কিউসেক। দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডেও বৃষ্টি হওয়ার ফলে পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে। জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে সেচ দফতরের আধিকারিকরা। এমনিতেই তিন দিনের টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে। দামোদরের জল ছাড়ার পরিমাণ বাড়লে নীচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Like Us On Facebook