জলে ভাসল বর্ধমান-কালনা রাজ্য সড়কের একাংশ। এটি বর্ধমান থেকে কালনা যাওয়ার অতি গুরুত্বপূর্ণ রাস্তা। মেমারির জাবুইডাঙাতে রাস্তার উপর দিয়ে বইছে জল। রাস্তা এক হাঁটু জলের তলায়। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী বাস সহ অনান্য যানবাহন। তবে ছেটো চারচাকা গাড়ি একেবারেই চলছে না। রাস্তার মাঝেই কচি কাঁচারা নেমেছে সাঁতার কাটতে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, ডিভিসির জল ছাড়ায় বাঁকা নদী উপছে একদিকে যেমন বিঘের পর বিঘে চাষের জমি প্লাবিত, তেমনই জমি উপচে মেমারি ২-এর জাবুইডাঙ্গা এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল। কয়েকদিনের মুষলধারে বৃষ্টি ও সেই সঙ্গে ডিভিসি জল ছাড়ায় দুকূল ছাপিয়ে বইছে বাঁকা নদী। বাঁকা নদীর জলেই প্লাবিত বর্ধমান-কালনা রোড ও সেই সঙ্গে প্লাবিত রাস্তার দুপাশে থাকা প্রায় কয়েকশো বিঘা আমন ধানের জমি। কুচুট ও বিজুর-২ পঞ্চায়েতে বিস্তৃর্ণ ধানের জমি জলের তলায়। আমন ধানের প্রভুত ক্ষতির আশঙ্কায় চাষীরা।

Like Us On Facebook