নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জীর(এনআরসি) বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা করলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সোমবার সন্ধ্যায় সিটি সেন্টারের সৃজনী সভাঘর থেকে সিটি সেন্টারের বাসস্ট্যান্ড হয়ে সিপিএম-এর দলীয় কার্যালয়ে পদযাত্রাটি শেষ হয়। বহু মানুষ এদিন সিএএ বাতিলের দাবিতে এবং এনআরসি রোধে শ্লোগান তুলে পদযাত্রায় অংশ নেন।

পদযাত্রায় অংশ নেওয়ার আগে সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সৃজনী সভাঘরে ফ্রেডরিক এঙ্গেলসের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সূর্যকান্ত মিশ্র ফ্রেডরিক এঙ্গেলসের জীবন ও আদর্শ এবং শ্রমজীবী মানুষের কথা ও বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সূর্যকান্ত মিশ্র দেশের বর্তমান অর্থনৈতিক অব্যবস্থা এবং ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন, সিএএ, এনআরসি নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে একহাত নেন।সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে সিপিএম সম্পাদক সিএএ ও এনআরসি নিয়ে তৃণমূলের আন্দোলনকেও কটাক্ষ করেন এদিন।

Like Us On Facebook