ট্রেনে প্রচুর পরিমাণে মদ পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল বর্ধমান আরপিএফ। ধৃত অশোক কুমার রায় ও রাজকুমার রায়ের বাড়ি বিহারে। বিহারে মদ পাচার করা হচ্ছিল বলে রেলপুলিশের অনুমান। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতদের কাছ থেকে ১১০ বোতল মদ পাওয়া যায়। বুধবার রাত ১১ টা নাগাদ আপ বিভূতি এক্সপ্রেসে সবজির বস্তা করে মদ পাচারের সময় তাঁদের গ্রেফতার করে আরপিএফ।

জানা গেছে, বিহারে মদ বিক্রি নিষিদ্ধ হওয়ায় সেখানে কালো বাজারে মদের ব্যাপক চাহিদা দেখে পশ্চিমবঙ্গ থেকে প্রায়ই বিভিন্ন ভাবে ট্রেনে পাচারকারীরা মদ পাচার করছে। সবজি বা অন্যান্য সামগ্রীর বস্তার মধ্যে মদের বোতল লুকিয়ে দুষ্কৃতীরা মদ পাচার করে। সাধারণত রাতের ট্রেনে ক্যারিয়ারদের মাধ্যমে মদ পাচার করা হয়ে থাকে। বুধবার রাতে বর্ধমান স্টেশনে রুটিন তল্লাশির সময় আরপিএফের সন্দেহ হওয়ায় সবজির ব্যাগ হাতে নিয়ে থাকা দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করতে গেলে মেলে ১১০ বোতল মদ।

Like Us On Facebook